মোঃ নুর হোসাইন:
নোয়াখালীতে ৩দিন ব্যাপি জাতীয় পিঠা উৎসবে ‘ হোম মেড খাবারের প্রতিষ্ঠান হিসেবে নোয়াখালী জেলা প্রশাসন থেকে প্রথম পুরষ্কার পেলেন’ দারদাস ফ্লভার অফ হোম নামক প্রতিষ্ঠানটি। জেলা শিল্পকলা মাঠে অনুষ্ঠিত ৩দিন ব্যাপি অনুষ্ঠান শেষে শুক্রবার রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ বিভাগ) শারমিন আরা সহ কর্মকর্তারা দারদাস ফ্লভার অফ হোম নামক প্রতিষ্ঠানটির মালিক সুরাইয়া আক্তারের নিকট সম্মাননা ও সনদ তুলে দেন। উক্ত প্রতিষ্ঠানটি পেইজ এর মাধ্যমে গত ১৩ বছর ধরে কাজ করছে পরে ২০২০ সাল থেকে (উধৎফধ’ং ঋষধাড়ৎ ড়ভ ঐড়সব) প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ ভাবে কাজ করছে। প্রতিষ্ঠানটির মালিক সুরাইয়া আক্তার জানান আমার প্রতিষ্ঠানটির পিঠা সবাই পছন্দ করে তাই আমি অনেক খুশি।
পিঠা উৎসবে মেলায় প্রথম পুরুষ্কার পাওয়ায় সকলের নিকট কৃতজ্ঞ । আমি এর সুনাম ধরে রাখতে চাই। মেলায় প্রায় ৩০ টি স্টল স্থান পেয়েছে। পিঠা উৎসব ও সাংকৃতিক অনুষ্ঠানের সনদ বিতরনে আরো উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা কর্মকর্তা ফয়েজ উল্লাহ, নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ সহ অতিথিরা।
Leave a Reply