স্টাফ রির্পোটার-
নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সঙ্গে নোয়াখালী প্রেসক্লাবের সদস্যদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী
প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় দুপুরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি মাসুদ পারভেজ, সহসভাপতি শাহ এমরান মোঃ সুজন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, যুগ্ম সম্পাদক এ আর আজাদ সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী রুবেল, সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন বাদল, ক্রীড়া সম্পাদক নাছির উদ্দিন শাহ নয়ন, আবদুল মোতালেব, নুর রহমানসহ প্রমুখ।
জেলা পরিষদের চেয়ারম্যানের প্রেসক্লাবের বিভিন্ন অবকাঠামো উন্নয়নে অবদান রাখায় প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোহয়। প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান আবদুলওয়াদুদ পিন্টু জানান, আমি প্রেসক্লাবের সাংবাদিকদের নিকট ঋণী। তারা আমাকে নানান ভাবে সহযোগিতা করেন। আমি ভবিষ্যতে প্রেসক্লাবের কল্যাণ ফান্ডসহ বিভিন্ন উন্নয়নে অবদান রাখব। এর আগে চেয়ারম্যানকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান ক্লাবকর্মকর্তারা।
Leave a Reply