চাটখিল প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিলে পুলিশি অভিযানে ছেলেকে না পেয়ে বৃদ্ধ বাবাকে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে।
গতকাল (২ জুলাই) সন্ধ্যায় চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়নের সানোখলী গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সানোখালী গ্রামের সিফাত ইসলাম ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আসামি হয়ে দীর্ঘদিন থেকে পলাতক জীবন যাপন করছিল। এরই মধ্যে আদালত তার বাসার মালামাল ক্রোক করার আদেশ দেয়। গতকাল বিকেলে পুলিশ সিফাত ইসলামের বাড়িতে গিয়ে তাদের বাড়ির মালামাল ক্রোক করতে গেলে তার বৃদ্ধ বাবার সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ আর বৃদ্ধ বাবা মোজাম্মেল হককে আটক করে নিয়ে যায়।
সিফাত ইসলামের মা নাজমা আক্তার দাবি করেন,তাদের ঘরে যা রয়েছে সবই তার স্বামী মোজাম্মেল হকের কেনা। এসব কিছুর মালিকানা তার স্বামীর। পুলিশকে তা প্রমাণ দেওয়ার পরেও তারা তাদের ঘরের ফ্রিজ ওয়াশিং মেশিন টেলিভিশন জোর করে তুলে নেওয়ার সময় মোজাম্মেল হক বাধা দেন। এতে পুলিশ ক্ষিপ্ত হয়ে তাকে আটক করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ায় মোজাম্মেল হককে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা রুজু হবে।
Leave a Reply