নুর হোসেন: আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘ট্যুরিজম অ্যান্ড পিচ’ বা ‘পর্যটন শান্তির সোপান’ — এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবছরের মতো দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য ভাবে পালিত হয়েছে৷
নোয়াখালী জেলা প্রশাসক জনাব খন্দকার ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ ইসমাইল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনূর জাহান নীলা সহ অন্যান্য কর্মকর্তারা। র্যালিতে যোগ দেন নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
Leave a Reply