মোঃ নুর হোসাইন:
রাসুল সাঃ হলেন আমাদের জীবনের সেরা মডেল, জীবনের যতটি দিক প্রয়োজন আমরা প্রত্যেকটি দিক আল্লাহর রাসুল সাঃ এর কাছ থেকে গ্রহণ করতে পারি। ছাত্রশিবিরের নোয়াখালী শহর আয়োজিত সীরাত সম্মেলনে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।
আজ শনিবার ( ২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে নোয়াখালী জেলা জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে সীরাত সম্মেলন ও নাতে রাসুল সাঃ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। শহর সভাপতি আবু সায়েদ সুমনের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি হাবীবুর রহমানের আরমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমীর শিক্ষাবিদ ইসহাক খন্দকার৷ প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন মুফাসসিরে কুরআন মাওঃ ফখরুদ্দিন, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন মাওঃ আবুল হাসেম মোল্লা। নাতে রাসুল সাঃ উপলক্ষে নাত পরিবেশনায় আছে হিল্লোল শিল্পীগোষ্ঠী৷
মঞ্জুরুল ইসলাম আরো বলেন, আওয়ামী দুঃশাসনের আমানতদারিতার নমুনা ছিলো শতশত, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সেঞ্চুরি এবং সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের সংঘবদ্ধ ধর্ষনের ন্যাক্কারজনক ঘটনা উল্লেখ করে প্রশ্ন তুলে শিবির সভাপতি বলেন, কি নৈতিকতার পরিচয় দিয়েছে তারা?
তিনি আরো বলেন, প্রশাসন কেনো কাজ করেনা কারণ ফ্যাসিস্টের দোসররা জড়িত। ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির রাজপথে বীরের ন্যায় ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, আগামী দিনে আর কোন ফ্যাসিস্ট যদি আর কেউ যদি তার রূপ আরো ভয়ঙ্করও হয় ছাত্রশিবির তার জনশক্তি ,তাওহীদি জনতা ও মানুষ রাজপথে নেমে নিয়ে ফ্যাসিস্টের মোকাবিলা করবেই করবে ইনশাআল্লাহ।
Leave a Reply