মোঃ নুর হোসাইন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে আহত কয়েকজনকে দেখতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে যান নোয়াখালীর ছাত্র সমন্বয়করা।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া চিকিৎসাধীন নাজিম উদ্দীন সহ কয়েকজনের খোঁজখবর ও চিকিৎসার সর্বশেষ অবস্থা জানতে হাসপাতালে ছুটে যান নোয়াখালী সরকারি কলেজের সমন্বয়ক আরিফুল ইসলাম, ফরহাদুল ইসলাম, নোবিপ্রবি সমন্বয়ক বনি আমিন সহ কয়েকজন শিক্ষার্থীরা৷ এসময় তারা আহতদের সাথে কথা বলেন, এবং ডাক্তারদের সাথে কথা বলেন। গুলিবিদ্ধ হয়ে পা হারানো নাজিমের সাথে কথা বলতে গিয়ে একপর্যায়ে সমন্বয়করা আবেগাপ্লুত হয়ে পড়েন।
নোয়াখালী সরকারি কলেজের অন্যতম সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, শহীদ ও আহতরা আমাদের সম্পদ এবং প্রেরণায় জায়গা। আহতদের সুচিকিৎসা, পুনর্বাসন এবং শহীদ পরিবারের দায়িত্ব নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিজেদের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে সব সময় তাদের পাশে থাকবো। এসময় তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের সংগ্রাম অব্যাহত থাকবে।
Leave a Reply