স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর হাতিয়ায় উপজেলা বিএনপি’র জাহাজমারা ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি বেলাল উদ্দিনকে আওয়ামীলীগের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাদেরিয়া মৎস্য ঘাট থেকে মোটরসাইকেলে বাড়ির ফেরার পথে সন্ত্রাসীরা তাকে মাথায় আঘাত করলে বেলাল মাটিতে লুটিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষনিক আহত বেলালকে জরুরী ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত বেলাল উদ্দিন (৪৫) জাহাজমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব বিরবিরি গ্রামের আবদুল মালেকের ছেলে।
নিহতের চাচা আফছার উদ্দিন জানান, মঙ্গলবার কাদেরিয়া ঘাট এলাকায় দুপুরে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ী ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন বেলাল। হামলাকারী সোহেল ও জুয়েল একই সাথে অন্য মোটরসাইকেলে এসে পিছন থেকে বেলালের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মোটরসাইকেল থেকে বেলাল মাটিতে লুটিয়ে পড়ে। পরে প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সোহেল ও জুয়েল একই এলাকার আওয়ামীলীগের কর্মী বলে এলাকায় পরিচিত। তারা জেলা পরিষদের সাবেক সদস্য আবুল বাশার ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলাদের সন্ত্রাসী বাহিনীর সদস্য।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, নিহত বেলাল উদ্দিনের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ত অভিযুক্তদের গ্রেফতারে অভিযান পরিচালনা চলছে।
Leave a Reply