স্টাফ রিপোর্টার:
দেশের দক্ষিন পূর্বাঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ মানুষ। ভিটে বাড়িতে পানি ওঠায় বাস্তুহারা হাজার হাজার পরিবার। বন্যায়দুর্গতদের সাহায্য সহযোগিতায় অবিরাম কাজ করে যাচ্ছেন নোয়াখালী সুবর্ণচর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন’। বন্যার শুরু থেকেই ক্ষতিগ্রস্ত জেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে একাধিক টিম রান্না করা খিচুড়ি, শুকনো খাবার, ঔষধ, পানি, মোমবাতিসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বন্যাদুর্গত হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সংগঠনটির স্বেচ্ছাসেবী সদস্যরা।
স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস একতা ফাউন্ডেশনের আয়োজনে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন সংগঠনের সিনিয়র সদস্য আমজাদ হোসেন, মাসুদ পারভেজ, শামিম হোসেন, মোঃ তারেক হোসেন,ও শাহে ইমরান সুবজ, রিয়াজ হোসেন, ফজলুর রহমান, রায়হান হোসেন জিহাদ, সজিব খান, জাহিদুল ইসলাম, মোহাম্মদ হারুন, সুজন খান জয়, মোঃ হেলালসহ সংগঠনের সদস্যরা৷ সেচ্ছাসেবীদের পরিচালনায় কয়েকটি টিমে বিভক্ত হয়ে বন্যাদুর্গত নোয়াখালী, ফেনী ও কুমিল্লার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবীরা।
Leave a Reply