মোঃ নুর হোসাইন :
নোয়াখালীতে বন্যা পরিস্থিতি মোকাবেলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ শুক্রবার (৩০ আগষ্ট) রাত ৯:০০ ঘটিকায় নোয়াখালী সার্কিট হাউস সম্মেলন কক্ষে বন্যা পরিস্থিতি মোকাবেলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বন্যা পরিস্থিতি মোকাবেলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফারুক ই আজম, বীর প্রতীক মাননীয় উপদেষ্টা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুবুর রহমান, আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব বিজয়া সেন, নোয়াখালী, জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোবিপ্রবি সমন্বয়ক বনি আমিন ও নোয়াখালী সরকারি কলেজ সমন্বয়ক আরিফুল ইসলাম সহ অন্যান্য সমন্বয়ক ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply