শিরোনাম
চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠন আদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ    ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ আওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা   ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান হাতিয়ায় সোনাদিয়া চৌরাস্তা বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন ৭২-৭৫ সালের শাসনামলে মুজিববাদ ও রক্ষীবাহিনী মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়:সমন্বয়ক হান্নান মাসউদ  লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আরিফ গ্রেপ্তার

সাবেক সরকারের প্রেতাত্মারা আমাদের লোকজনের সঙ্গে মিশে বিভিন্ন স্থানে লুটতরাজ-ভাঙচুর-চাঁদাবাজি করছে 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৫৭ Time View
মোঃ নূর হোসাইন : 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নোয়াখালীতে শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক অনুদান প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।
 আজ শনিবার (১৭আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নোয়াখালী হাতিয়া উপজেলার আলী বাজার মাহমুদুল হাসান রিজভীর কবরে পুষ্পার্ঘ্য প্রদান ও কবর জিয়ারত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান। এরপর তিনি শহীদ রিজভী পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য আলাপ করেন এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা করেন। মোঃ শাহজাহান বলেন, সাবেক সরকারের প্রেতাত্মারা আমাদের লোকজনের সঙ্গে মিশে বিভিন্ন স্থানে লুটতরাজ-ভাঙচুর-চাঁদাবাজি করছেন। এ ধরনের অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সজাগ থাকবেন। হিন্দু-মুসলমান কারো বাড়িঘর-দোকানপাটে কোনো ধরনের হামলা বা লুটপাট যেন না হয়।
 এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, হাতিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তানভীর উদ্দিন রাজিব, বিএনপির নেতা এডভোকেট সাহদাৎ হোসেন, নোয়াখালী জেলা কৃষক দল আহ্বায়ক ভিপি পলাশ, নোয়াখালী জেলা যুবদল সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সাবের আহমেদ, নোয়াখালী জেলা ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখু সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 এর আগে, গতকাল শুক্রবার (১৬ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গ করা নোয়াখালী সদর উপজেলার তিনজন বীর শহীদ পিয়াস মাহমুদ, মোঃ রায়হান ও মামুন হোসেনের কবরে পুষ্পার্ঘ্য প্রদান ও কবর জিয়ারত করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান। এরপর তিনি তিনজনের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং আর্থিক সহযোগিতা করেন।
 আওয়ামী লীগকে উদ্দেশ্য করে আলহাজ্ব মোঃ শাহজাহান বলেন, নোয়াখালীতে সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচার হয়নি। এমনকি আওয়ামী লীগ নেতাদের ওপরও কোনো হামলা হয়নি। এজন্য আমাদের অনেক কথা শুনতে হয়েছে। তারপরও সংখ্যালঘুদের ওপর ভর করে কিছু চক্রান্ত হয়েছে। যা এখনো অব্যাহত আছে। কিন্তু কোনো ষড়যন্ত্রের মাধ্যমেই ওই ফ্যাসিস্ট শক্তি বাংলার মাটিতে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। শাহজাহান আরও বলেন, নৃশংস অত্যাচার, নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। কিন্তু যার পতন আল্লাহর দরবারে কবুল হয়, সে হাজার হাজার মানুষের রক্ত দিয়েও ক্ষমতায় টিকে থাকতে পারে না।
 দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ জালেম ছিল, আমরা মজলুম ছিলাম। তাদের পরিচয় ভিন্ন, আমাদের পরিচয় ভিন্ন। আওয়ামী লীগের মত আমরা নতুন করে জালেম হতে চাই না। আমরা মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আওয়ামী লীগ শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, আওয়ামী লীগ বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, সামাজিক নেতাদের নেতৃত্বের আস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এসময় বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *