মোঃ নুর হোসাইন :
সড়কে চাঁদাবাজি বন্ধ এবং যাত্রী সেবা নিশ্চিতের লক্ষ্যে নোয়াখালী জেলা বাস/মিনিবাস মালিক সমিতির কর্মকর্তাদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এক মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ আগষ্ট )বিকালে পৌর বাস টার্মিনালে অবস্থিত নোয়াখালী জেলা বাস/মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সমন্বয়করা বাস মালিকদের কাছে বিভিন্ন অসংগতি দুর করা এবং যাত্রী সেবা নিশ্চিত করা নিয়ে আলোচনা করেন। এতে বাস মালিকরা একমত পোষণ করে আগামীতে যাত্রীদের ভালোভাবে সেবা দেওয়ার আশা ব্যক্ত করেন। এছাড়াও বাস মালিকরা সড়কে চাঁদাবাজি বন্ধ ও তেল এবং বাসের পার্টসের দাম কমানো সহ বেশ কয়েকটি বিষয়ে সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করেন। সমন্বয়করা এসব বিষয় আমলে নিয়ে প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনার ভিত্তিতে সমাধানের আশ্বাস প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন জেলা বাস/মিনিবাসমালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অহিদ উদ্দিন„ সেক্রেটারি আনোয়ার হোসেন „ এবং অন্যান বাস মালিকদের প্রতিনিধিগণ„ সমন্বয়কদের মধ্যে জেলার অন্যতন প্রধান সমন্বয়ক আরিফুল ইসলাম „ সমন্বয়ক ফরহাদ আহমেদ „ সাংবাদিক নুর হোসাইন সহ সহ অন্যান্য সমন্বয়ক বৃন্দ।
Leave a Reply