শিরোনাম
চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠন আদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ    ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ আওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা   ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান হাতিয়ায় সোনাদিয়া চৌরাস্তা বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন ৭২-৭৫ সালের শাসনামলে মুজিববাদ ও রক্ষীবাহিনী মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়:সমন্বয়ক হান্নান মাসউদ  লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আরিফ গ্রেপ্তার

আমরা মরিনি বেঁচে আছি- সোনাইমুড়ীতে সংবাদ সম্মেলনে কলেজ ছাত্রী নুসরাত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৫৮ Time View

সহিদুল ইসলাম ( সোনাইমুড়ী )
আমরা মরিনি বেঁচে আছি, তবে ৪ আগস্ট নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য হিসেবে কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সোনাইমুড়ীর নিজ বাড়ীতে ফেরার পথে বজরা বাজারে আমাদের ৩ ছাত্রীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে স্ব শরীরে সংবাদ সম্মেলনে হাজির হয়ে উপজেলার চাষির হাট ইউনিয়নের শাহারপাড় গ্রামের সামছুদ্দোহার মেয়ে নুসরাত জাহান ও নদনা ইউনিয়নের পাপুয়া গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে বিবি মরিয়ম এসব কথা বলেন।

তারা দুজন বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য ও নোয়াখালী সরকারি কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী। গত ৪ আগস্ট বজরা বাজারের হামলার ঘটনায় এক ছাত্রীকে পিটিয়ে খুন করেছে মিথ্যা গুজব ছড়িয়ে বিভিন্ন ফেইসবুক পেজে কয়েকজনের ছবি প্রকাশ করা হয়।

এ ঘটনার প্রতিবাদে বজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলার বজরা গ্রামের এ এইচ এম আবেদ হোসেনের ছেলে এ এইচ এম শাহাদাত হোসেন জনি তার নিজ বাড়ীতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জনি বলেন, গত ৪ আগস্ট ছাত্রীদের উপর হামলার ঘটনায় আমি ও আমার পরিবারের কেউ জড়িত নয়। এ ঘটানাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে জাতির কাছে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ও আমার পরিবারের ছবি ব্যাবহার করে এই বলে প্রচার করে যে, আমরা সবাই মিলে ছাত্রীদের ওপর হামলা করে একজন ছাত্রীকে খুন করেছি। যাহা মিথ্যা ও বানোয়াট। এ ঘটনার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উক্ত ছাত্রীদের বাড়ীতে গিয়ে নিহতের খবর মিথ্যা বলে জানিয়েছেন এবং তাদের সাথে জীবিত অবস্থায় কথা বলেছেন। সংবাদ সম্মেলনে উক্ত ছাত্রীরা সাংবাদিকদের সামনে এ বিষয়ে বলেন আমরা কেউ মরেনি তবে আহত হয়েছি। জনির পরিবারের সদস্যদের ছবি দেখালে তারা বলেন এদের কাউকে আমরা চিনিনা। তবে ইয়াছিন নামের একজসহ ৪ জন যুবক আমাদেরকে বাড়ীতে পৌঁছে দিয়েছেন।

জনি আরোও বলেন আমার ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা ছাত্রী খুনের অভিযোগ এনে গুজব ছড়িয়ে একটি কুচক্রী মহল আমাদেরকে দেশবাসী ও সমাজের কাছে হেয় প্রতিপন্ন এবং মানহানি করেছে তাদের বিষয় সঠিক সংবাদটি পরিবেশন করতে সাংবাদিকদের অনুরোধ করছি। পাশাপাশি অপপ্রচারকারী ও ছাত্রীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করতে প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *