শিরোনাম
চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠন আদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ    ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ আওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা   ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান হাতিয়ায় সোনাদিয়া চৌরাস্তা বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন ৭২-৭৫ সালের শাসনামলে মুজিববাদ ও রক্ষীবাহিনী মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়:সমন্বয়ক হান্নান মাসউদ  লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আরিফ গ্রেপ্তার

নোয়াখালী হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী ও তার স্ত্রী সাবেক এমপি আয়েশা আলীসহ ১৪৩ জনের নামে মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৬৩ Time View

স্টাফ রিপোর্টার:
নোয়াখালী ৬ (হাতিয়া) আসনের সাবেক এমপি মোহাম্মদ আলী ও তার স্ত্রী একই আসনের সাবেক এমপি আয়েশা আলীসহ ১৪৩ জনের নামে মামলা হয়েছে । এতে এমপি মোহাম্মদ আলীর স্ত্রী, ছেলে ও ভাইসহ পরিবারের পাঁচজনকে আসামি করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) রাতে হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের বাসিন্দা আবদুল করিম (৪৭) বাদী হয়ে মামলাটি করেন। এতে মোহাম্মদ আলীর পরিবারের পাঁচজন ছাড়াও ১৮জনের নামোল্লেখ ও ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এমপি পরিবারের অন্য আসামিরা হলেন, তার স্ত্রী সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস (৬২), ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন (৫৯), ছেলে উপজেলা চেয়ারম্যান আশিক আলী অমি (৩২) ও মাহতাব আলী অদ্রি (২৬)। মামলার অন্য আসামিরা সবাই এমপি মোহাম্মদ আলীর ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, আটক মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদাউস ও ছেলে আশিক আলী অমিকে ওই মামলা গ্রেফতার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ও নতুন অন্তবর্তীকালীন সরকার গঠনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি হাতিয়া উপজেলার চরকৈলাশ গ্রামের ওছখালী-সাগরিয়া সড়কের এমপির পোল এলাকায় পৌঁছলে সাবেক এমপি মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদাউস, ভাই মাহবুব মোর্শেদ লিটন ও ছেলে আশিক আলী অমির নির্দেশে ও নেতৃত্বে সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালায়। এতে বাদী আবদুল করিম, সোনাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাছির ও হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওসমান গণিসহ অনেকে আহত হন।

তবে স্থানীয়রা জানান„ সাবেক এমপি মোহাম্মদ আলী ও তার পরিবার অনেক গুম খুন ও দূর্নীতির সাথে জড়িত। চাঁদাবাজি „অবৈধভাবে বালু উত্তোলন এবং সরকারি সি ট্র্যাক বন্ধ করে ৬শত টাকায় বাধ্যগতভাবে তার মালিকানাধীন স্প্রিট বোটে করে জনগণকে যাতায়াতে বাধ্য করতেন (উল্লেখ যে মোহাম্মদ আলীর পতনের পর বর্তমানে চেয়ারম্যানঘাট থেকে হাতিয়া নলচিরা ঘাটের স্প্রিট বোটের ভাড়া ২৫০ টাকা) এসব কারনেই হাতিয়ার মানুষ তার উপরে ক্ষুব্ধ। তারা মনে করে মোহাম্মদ আলী ও তার পরিবারের নামে আরো মামলা হতে পারে। হাতিয়ার মানুষ এমপি পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্তের দাবী জানাচ্ছেন। এছাড়া সন্ত্রাসীরা সোনাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. রুবেল উদ্দিনের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এতে এক লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়। এর আগে গত রোববার (১১ আগস্ট) ভোরে হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চর কৈলাস এলাকার বাড়ি থেকে সাবেক এমপি মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদাউস ও ছেলে আশিক আলী অমিকে হেফাজতে নেয় নৌবাহিনী। পরে থানায় সোপর্দ করলে পুলিশ ৫৪ ধারায় তাদের আদালতে সোপর্দ করে। পরদিন বিকেলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন হাতিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন।

মোহাম্মদ আলী গত ৭ জানুয়ারির নির্বাচনে নোয়াখালী-৬ হাতিয়া আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন। এর আগে দুই মেয়াদে হাতিয়ার সংসদ সদস্য ছিলেন মোহাম্মদ আলীর স্ত্রী আয়েশা ফেরদাউস। এছাড়া বিগত উপজেলা নির্বাচনে ছোটভাই মাহবুব মোর্শেদ লিটনকে বাদ মোহাম্মদ আলী তার ছেলে আশিক আলী অমি কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাতিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *