মোঃ নুর হোসাইন :
নোয়াখালীতে ২ ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজে ❝রিমেম্বারিং দ্যা হিরোজ❞ কর্মসূচি পালন করেছে কয়েকশত শিক্ষার্থী।
সারাদেশে ছাত্রজনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, মামলা,গুম এবং খুনের প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রিমেমব্রিং দ্যা হিরোস (Remembering the Heroes) কর্মসূচী পালন করেছে নোয়াখালীর সাধারণ শিক্ষার্থীরা৷
আজ বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুর ২:৩০ ঘটিকার সময় নোয়াখালী জেলা শহর মাইজদীর প্রধান সড়কের সুপার মার্কেট সংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে জড়ো হতে শুরু করে শিক্ষার্থীরা৷ শিক্ষার্থীদের জড়ো হওয়ার কিছু সময়ের মধ্যে শুরু হয় মুষলধারে বৃষ্টি। কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা ঝড় বৃষ্টি উপেক্ষা করেই বৃষ্টিতে ভিজে তাদের কর্মসূচি সফল করে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা সবাই ভিজে একাকার হয়ে যায়। সমাবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, সোনাপুর কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজের কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। যাতে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণও ছিলো চোখে পড়ার মতো।
এ সময় অনেকের হাতে দেখা গেছে ছাত্র হত্যার প্রতিবাদে অংকিত নানা প্লেকার্ড ও ফেস্টুন। ❝ঝড় বৃষ্টি আঁধার রাতে আমরা আছি রাজপথে, আমার ভাই কবরে তুমি কেনো বাহিরে, তোমার কোটা তুমি নাও আমার ভাইকে ফিরিয়ে দাও, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবেনা❞ এসব নানা শ্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।
“রিমেম্বারিং দ্যা হিরোজ” কর্মসূচিকে ঘিরে শিক্ষার্থীরা যৌথ কন্ঠে বিভিন্ন দেশাত্মবোধক ও প্রতিবাদী গান আবৃত্তি করে।
আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আশেপাশে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানবাহন থামিয়ে যাত্রীদেরকে তল্লাশি করতে দেখা গেছে। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি।
Leave a Reply