মোঃ নুর হোসাইন :
সারাদেশে ছাত্রজনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, মামলা,গুম এবং খুনের প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মার্চ পর জাস্টিস (March For Justice) কর্মসূচী পালন করেছে নোয়াখালীর সাধারণ শিক্ষার্থীরা৷
আজ বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১ টায় নোয়াখালী জেলা শহর মাইজদীর প্রধান সড়কের মাইজদী বাজার বিবি কনভেনশন হলের সামনে জড়ো হতে শুরু করে শিক্ষার্থীরা৷ ঢাকা-নোয়াখালী মহাসড়কে কিছুক্ষণ অবস্থান করে পরে সেখান থেকে মিছিল নিয়ে শহীদ ভুলু স্টেডিয়াম, নতুন বাসস্ট্যান্ড, ডিসি অফিস, জেলা শিল্পকলা একাডেমি সহ শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে নোয়াখালী জেলা জজ কোর্টের সামনে এসে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা। সমাবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, সোনাপুর কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজের কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। যাতে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণও ছিলো চোখে পড়ার মতো।
ছাত্রদের আন্দোলনকে সমর্থন দিয়ে সংহতি প্রকাশ করার জন্য সমাবেশ স্থলে যোগ দিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ বি এম জাকারিয়া সহ অনেক আইনজীবী, এছাড়াও সমাবেশে বেশ কয়েকজন শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীরা যোগ দিয়েছিলেন! এ সময় অনেকের হাতে দেখে গেছে ছাত্র হত্যার প্রতিবাদে অংকিত নানা প্লেকার্ড ও ফেস্টুন। ❝আমার ভাই কবরে তুমি কেনো বাহিরে, তোমার কোটা তুমি নাও আমার ভাইকে ফিরিয়ে দাও, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবেনা❞ এসব নানা শ্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। সমাবেশে জেলা আইনজীবী সমিতির সদস্যরা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, কোটা আন্দোলন ঘিরে নোয়াখালীতে কোন শিক্ষার্থী মামলা বা গ্রেফতারের শিকার হলে আইনজীবীরা তাদের পক্ষে আদালতে বিনামূল্যে লড়বেন।
আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি।
Leave a Reply