মোঃ নুর হোসাইন :
ঢাকা-নোয়াখালী মহাসড়ক অবরোধ করে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা এবং শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে ও কোটা সংস্কারের এক দফা দাবিতে কফিন হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নোয়াখালীর সাধারণ শিক্ষার্থীরা৷
আজ বুধবার ( ১৭ জুলাই) বেলা দুপুর ২ টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে কফিন সামনে নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা।
পরে সেখান থেকে মিছিলটি সুপার মার্কেট হয়ে ঢাকা-নোয়াখালী মহাসড়কের মাইজদী পুরাতন বাসস্ট্যান্ড, টাউনহলের মোড়, বড় মসজিদ মোড় হয়ে জেলা স্কুলের সামনের প্রধান সড়কে বিক্ষোভ সমাবেশ ও প্রতীকী কফিন সামনে নিয়ে জানাজার নামাজ আদায় করে শিক্ষার্থীরা৷ নামাজ শেষে শহীদদের জন্য দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা সমন্বয়করা বক্তব্য প্রদান করে।
মিছিলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, চৌমুহনী এস এস কলেজ, নোয়াখালী ম্যাটস সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মিছিলে নারী শিক্ষার্থীদেরও অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।
বিক্ষোভ সমাবেশে ছাত্র নেতারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলা এবং শিক্ষার্থীদের হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান৷ এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে সেখান থেকে আবারও মিছিল শুরু হয়ে ঢাকা-নোয়াখালী মহাসড়কের মাইজদীর বিশ্বনাথ এলাকায় গিয়ে শেষ হয়৷
সাধারণ শিক্ষার্থীদের গায়েবানা জানাজা এবং বিক্ষোভ মিছিলের কারণে প্রায় দুই ঘন্টা ধরে বন্ধ থাকে সব ধরনের যানবাহন চলাচল। এতে কয়েক কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
তবে সাধারণ শিক্ষার্থীদের মিছিল ঘিরে কোনধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি! আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহিন বিল্লাহ এবং সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনির নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দায়িত্ব নিয়োজিত ছিলেন ।
Leave a Reply