মোঃ নুর হোসাইন :
ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে ঢাকা-নোয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার ( ১৬ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর বিশ্বনাথ এলাকার ঢাকা-নোয়াখালী মহাসড়কে বিক্ষোভ মিছিলে নামে শিক্ষার্থীরা৷ সেখান থেকে মিছিল শুরু হয়ে পৌর বাজারের সামনের ঢাকা-নোয়াখালী মহাসড়কে বসে পড়ে আন্দোলনকারীরা। এ সময় আশেপাশের সড়ক এবং মেইন সড়কে নোয়াখালী থেকে ঢাকাগামী সব যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বেলা সাড়ে ১২ টার দিকে সংক্ষিপ্ত সমাবেশে কোটা সংস্কারের এক দফা দবী আদায় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচারের পরবর্তী যে কোন কর্মসূচী সফল করার আহ্বান জানিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ সহ আশপাশের কলেজের কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে৷
পথচারী আব্দুল কাদের বলেন, বিগত কয়েক বছরেও নোয়াখালীতে এত বড় মিছিল দেখতে পায়নি। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমে এসেছে, সরকারের উচিত তাদের দাবী মেনে নেওয়া।
জ্যামে আটকা থাকা নোয়াখালী থেকে ঢাকাগামী একটি বাসের বাস চালক জসিম মিয়া বলেন, ছাত্রদের আন্দোলনের কারণে ১ ঘন্টার মতো জ্যামে আটকে আছি! কয়টা নাগাদ ঢাকা পৌঁছাতে পারবো জানিনা। আমাদের কষ্ট হচ্ছে তবুও আমরা চাই এ সমস্যা সমাধান করা হোক। ছাত্ররা তো যৌক্তিক দাবীতে আন্দোলন করতেছে।
তবে সাধারণ শিক্ষার্থীদের মিছিল ঘিরে কোনধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি! আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহিন বিল্লাহ এবং সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনির নেতৃত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দায়িত্ব নিয়োজিত ছিলেন ।
Leave a Reply