মোঃ নুর হোসাইন :
কোটা পদ্ধতি বাতিল এবং ২০১৮ এর পরিপত্র পুনর্বহালের দাবিতে নোয়াখালীতে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার (৮ জুলাই) সকাল দশ ঘটিকায় নোয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করে শিক্ষার্থীরা৷ পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয় মিছিলটি। এ সময় শিক্ষার্থীদেরকে কোটা বাতিল ও ২০১৮ এর পরিপত্র পুনর্বহালের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়৷ শিক্ষার্থীরা বলেন, মহান মুক্তিযুদ্ধ হয়েছিলো বৈষম্য ও শোষণ বঞ্চনার বিরুদ্ধে। তাহলে আজকে কেনো কোটা পদ্ধতি চালু করে মেধাবীদের সাথে বৈষম্য করা হবে। অবিলম্বে যাতে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ১ম থেকে ৪র্থ শ্রেণি গ্রেড পর্যন্ত সরকারি চাকরিতে কোটা বাতিল করা হয় (শুধুমাত্র বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য শর্ত সাপেক্ষে কিছু কোটা থাকতে পারে) সে দাবী তুলছেন শিক্ষার্থীরা।
কোটা বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহিন বিল্লাহ’র নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দায়িত্বে নিয়োজিত ছিলেন।
Leave a Reply