মোঃ হাবিবুর রহমান সেনবাগ প্রতিনিধি –
নোয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশন ও সেনবাগ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক স্কুল পর্যায়ে ছাত্র ছাত্রীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অদ্য১০ জুন সোমবার সকাল ১০.৩০মিনিটে সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সেনবাগ উপজেলার ২৮ টি মাধ্যমিক স্কুলের মধ্যে ৮টি স্কুলের তুখোড় শিক্ষার্থীরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তুমুল প্রতিযোগিতায় সেনবাগ বিজবাগ নব কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়ে ট্রপিতে জিতে নেয়। রানারআপ ট্রপিতে জিতেন সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজবাগ নব কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ফাতেমাতুর জান্নাত।
সেনবাগ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ সহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,নোয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জাহিদ আলম, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা , উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াজি উল্ল্যাহ, সেনবাগ উপজেলা আইসিটি অফিসার মোঃ ফারুক হেসেন,সুলতান মাহমুদ ডিগ্রী কলেজের প্রভাষক শহিদুল ইসলাম জসিম, কানকির হাট ডিগ্রী কলেজের প্রভাষক আবু নাঈম, সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নুরুল হুদা শাহজাহান।
বিচারকমন্ডলীর দায়িত্বে নিয়োজিত ছিলেন সুলতানা মাহমুদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অজয় কুমার ও কানকিরহাট কলেজের প্রভাষক আবু নাঈম খান।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলতে দেন অতিথি বৃন্দ।
Leave a Reply