মোঃ নুর হোসাইন-
নোয়াখালী সরকারি কলেজ ও নোয়াখালী শহীদ ভুলু ষ্টেডিয়ামকে প্রানের স্পন্দন ও আবেগের জায়গা বলে স্মৃতিচারণ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জনাব সত্যজিৎ কর্মকার।
আজ শনিবার ( ১ জুন ) নোয়াখালী সরকারি কলেজের আয়োজনে অধ্যক্ষ আব্দুল জলিল অডিটোরিয়ামে “সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা অনুষ্ঠান ২০২৪” এর আয়োজন করা হয়। এতে কলেজ অধ্যক্ষ প্রফেসর সালমা আক্তারের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল হাই সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জনাব সত্যজিৎ কর্মকার।
প্রধান অতিথির বক্তব্যে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন নোয়াখালী সরকারি কলেজ এবং নোয়াখালী শহীদ ভুলু স্টোডিয়াম এ দুটি জায়গা আমার প্রানের স্পন্দন এবং আবেগের জায়গা। এসময় তিনি নোয়াখালী সরকারি কলেজের ছাত্র জীবনের বিভিন্ন স্মৃতি শিক্ষার্থীদের সাথে শেয়ার করেন। পুরস্কারপ্রাপ্ত এবং কৃতি শিক্ষার্থীদের প্রশংসা করেন। এবং দেশপ্রেমিকতা সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা ও উন্নত ক্যারিয়ার গঠনে শিক্ষা ও নৈতিকতার উপরে গুরুত্বারোপ করে বক্তব্য রেখে শিক্ষার্থীদের অনুপ্রানিত করেন।
এর আগে তিনি সকাল ১০:০০ ঘটিকার সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন মাইজদী, নোয়াখালী এর পুন:নির্মান কাজ এবং ৮ম তলা আবাসিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন করেন।
একইদিন বিকেল ৪:০০ ঘটিকার সময় শহিদ উদ্দিন এস্কেন্দার মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, সেক্রেটারী আবু নাছের মঞ্জু, দৈনিক কালবেলার ব্যুরো চীফ অহিদ উদ্দিন মুকুলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
Leave a Reply