স্টাফ রিপোর্টার-
নোয়াখালী সদর উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে সংঘটিত সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ০৫ জন।
বুধবার (২৯ মে) সন্ধার পুর্ব মুহুর্তে উপজেলার ০৯ নং কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আব্দুল মান্নান (৪০) পিতা: মোহাম্মদ উল্যা, মামুনুর রশিদ মান্না (২৬) পিতা: শাহ আলম, রাকিব (২২) পিতা: মোঃ হানিফ, মোঃ কবির (৩৫) পিতা: আবুল কালাম, মোঃ জামাল (৫৫) পিতা: রফিক উল্যা। তারা সবাই উপজেলার ০৯ নং কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়ার বাসিন্দা।
আহতদের স্বজনরা জানান, কেন্দ্রের সামনে প্রার্থীদের পাল্টাপাল্টি শ্লোগানকে কেন্দ্র করে একটু উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ এসে অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তারা সবাই গুলিবিদ্ধ হয়ে আহত হন৷ পরে আত্নীয় স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা সবাই হসপিটালের ০১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছে।
জানা যায়, আহতরা সবাই আনারস প্রতীকের সামছুদ্দিন জেহানের সমর্থক ছিলো।
এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, ভোট গণনা চলছিলো, তারা উত্তেজিত হয়ে কেন্দ্রে প্রবেশ ভাঙচুর ও ভোট বাক্স লুটের চেষ্টা করলে পরবর্তীতে প্রিসাইডিং অফিসারে নির্দেশে পুলিশ গুলি ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply