মোঃ নূর হোসাইন-
নোয়াখালীর হাতিয়া ও সুবর্নচর সহ উপকূলীয় এলাকায় প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় জেলা দুর্যোগ ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৫ মে) দুপুর ১২:৩০ ঘটিকায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়৷
উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, বিপিএম, পিপিএম। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মোহাম্মদ জাহিদ হাসান খান। নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আখিনূর জাহান নীলা, নোয়াখালী। জেলা শিক্ষা কর্মকর্তা জনাব নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর। রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ঘুর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়। এবং উপকূলের জনসাধারণকে নিরাপদে রাখতে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে বলা হয়েছে৷
উল্লেখ্য যে, সর্বশেষ পাওয়া তথ্যমতে ঘুর্ণিঝড় রেমেলের প্রভাবে নোয়াখালীর উপকূলীয় এলাকায় ৩ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে৷ উপকূলের কাছাকাছি রাখতে বলা হয়েছে মাছ ধরার নৌকা সহ সব ধরনের নৌযানকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে হাতিয়াতে দমকা হাওয়া সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। এবং বড় বড় ডেউ আঁচড়ে পড়তে দেখা গেছে মেঘনা উপকূলে।
Leave a Reply