মোঃ হাবিবুর রহমান (সেনবাগ প্রতিনিধি)-
নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে দোয়াত কলম মার্কার প্রার্থী আবু জাফর টিপু বনাম আনারস মার্কার প্রার্থী সাইফুল ইসলাম দিপু’র মধ্যে নির্বাচনে গতকাল ২১ মে মঙ্গলবার উপজেলা নির্বাচনী চেয়ারম্যান পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল(২১ মে ) নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে দোয়াত কলম মার্কার প্রার্থী আবু জাফর টিপু বনাম আনারস মার্কার প্রার্থী সাইফুল ইসলাম দিপু’র মধ্যে নির্বাচনের মাঠে খেলায় জনসাধারণের মুখে মুখে উচ্চারিত হচ্ছে আবু জাফর টিপু’ দোয়াত কলম মার্কায় দিবো ভোট, সেনবাগবাসী ঐক্যজোট।
ষষ্ঠ উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে সেনবাগ উপজেলা নির্বাচনের দিনশেষে প্রাপ্ত ভোটের ফলাফল সাইফুল ইসলাম দীপু উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আনারস মার্কা পেয়েছেন ৩২১৩২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম মার্কা পেয়েছেন১৪৭৩৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন গোলাম কবির মাইক মার্কা পেয়েছেন ২০২২০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মোঃকামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১৮৯৮১ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন বিজয়ী হয়েছেন জাহানারা বেগম ফুটবল মার্কা ২৩০৩১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমেনা বেগম পদ্মফুল মার্কা পেয়েছেন ১২১১৫ ভোট।
Leave a Reply