স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বসুরহাট পৌরসভার মেয়র ও ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে!
কাদের মির্জা বলেন, আগামী ২৯ মে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন কে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান বাদলের অনুসারীরা ( ০১৭১৮২২২৩৬৩ নাম্বার থেকে কল করে) আমাকে হত্যার হুমকি দিয়ে আসছে। এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোম্পানিগঞ্জের পাশ্ববর্তী দাগনভূঁইয়া, কবির হাট, সুবর্নচর, সেনবাগ থেকে অস্ত্রধারী সন্ত্রাসীদের ভাড়া করে এনে কোম্পানিগঞ্জের শান্তির পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান বাদল। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনার জন্য এবং ভবিষ্যতের জন্য আজ মঙ্গলবার (১৪ মে) আমি কোম্পানিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।
এ বিষয়ে জানতে চাওয়া হলে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, জিডি করার বিষয়টি সত্য। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply