মোঃ নূর হোসাইন –
নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলার অন্যতম সুনামধন্য ও প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান ও বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০:০০ ঘটিকায় স্কুল প্রাঙ্গনে জেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণের মধ্য দিয়ে ৮ম অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান ও বিজ্ঞান বিষয়ক সেমিনার অনষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব বিজয়া সেন, নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখিনূর জাহান নীলা প্রমূখ।
এসময় প্রধান অতিথি ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন, পরবর্তীতে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী উপস্থাপন পরিদর্শন করেন। ক্ষুদে বিজ্ঞানীদের সাথে কথা বলেন এবং তাদের কে উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব নাজমা বিনতে আমিন।
Leave a Reply