স্টাফ রিপোর্টার-
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নোয়াখালীর সদর উপজেলার ৩০ হাজার অসহায় ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার ( ৮ এপ্রিল) দুপুরে নোয়াখালী সদর উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান।
উপজেলা পরিষদ ছাড়াও প্রতিটি ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply