আমির হামজা –(হাতিয়া প্রতিনিধি)
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লন্ডভন্ড হয়েছে ঘরবাড়ি গাছপালা ও শিক্ষা প্রতিষ্ঠান।
রবিবার দুপুর ১২ টায় কালবৈশাখি ঝড়টি আঘাত হানে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জেলার বিভিন্ন স্থানে হঠাৎ করে তীব্র বাতাস ও বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় আঘাত হানে উপকূলীয় জেলা হাতিয়ায়। ঝড়ে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মানিকবাজারের সোনাদিয়া মডেল নুরানি মাদরাসার টিনশেড একটি সম্পূর্ণ ঘর উড়ে যায়। এছাড়া হাতিয়া ডিগ্রি কলেজের টিনশেডের একটি ভবন বিধ্বস্ত হয়। তীব্র বাতাসে জেলার বেশ কিছু এলাকায় গাছপালা,বসত ঘর ভেঙে গেছে ।
সোনাদিয়া মডেল নুরানি মাদরাসার সভাপতি আবুল হাসেম জানান, ২০২৩ সালের ডিসেম্বরে আমাদের মাদরাসাটির কার্যক্রম শুরু হয়েছে। এখানে ১২০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। আজ হঠাৎ ঝড়ে আমাদের পুরো ভবন উড়ে গেছে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আবার সবাই মিলে চেষ্টা করে ভবনটি নির্মাণের কাজ শুরু করতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.শারফুদ্দিন বলেন, ঝড়ে কলেজের টিনশেড ভবনটি বিধ্বস্ত হয়েছে। এ ভবনে ৪টি শ্রেণিকক্ষ ছিল, যেখানে পাঠদান কার্যক্রম চালানো হতো।
সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান জানান, কালবৈশাখী ঝড়ে সোনাদিয়া ইউনিয়নের একটি মাদরাসা ও অনেক ঘর বাড়ি গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত করে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবো ইনশাল্লাহ।
Leave a Reply