স্টাফ রির্পোটার-
নোয়াখালীর চাটখিল উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৪ জনের উপর হামলার ঘঠনা ঘটেছে। এতে একজনের অবস্থা আশংকাজনক। এই ঘটনায় ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২র্মাচ) সকালে চাটখিল পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের সুন্দরপুর আবদুল কাদের মৌলভী বাড়িতে এই হামলার ঘঠনা ঘটে। হামলায় মারাত্মক আহতরা হলেন, নুরুল ইসলাম (৪২), রাজু আহমেদ (৩০), ছকিনা আক্তার (৩২) ও তাসলিমা আক্তার (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে স্থানীয় নুরুল ইসলামের সঙ্গে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে প্রতিবেশী মৌলভী বাড়ির লোকজনের। এর রেশ ধরে মঙ্গলবার সকালে মৌলভী বাড়ির মনির, জাকির, বাবুল, হৃদয়, রিয়াজ, শাকিলের নেতৃত্বে ১০-১২ জন মিলে নুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় আহতদের দ্রুত নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক জানান, এঘটনায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মনির এবং হৃদয় নামে ২ আসামীকে গ্রেফতার করেছে। বাকি আসামীরা পলাতক রয়েছে। দ্রুতই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply