স্টাফ রির্পোটার-
চুরি ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে সংগঠনটি। নোয়াখালীতে বিজয় কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯মার্চ) সকাল ১০টায় মাইজদী শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে উদ্ভোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোর্তাহীন বিল্লাহ। এ উপলক্ষে মাইজদী স্টেডিয়াম পাড়া বিজয় কমিউনিটি পুলিশিং এর সভাপতি এ বি এম মহি উদ্দিন চৌধুরী (বাহার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোর্তাহীন বিল্লাহ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ সহ বিজয় কমিটি পুলিশং এর কর্মকর্তরা।
এর আগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। প্রতিযোগীতার মধ্যে ছিল দৌড় প্রতিযোগীতা, রচনা ও চিত্রাংকণ এবং র্যাফেল ড্র। বিকেল ৩টায় পুরষ্কার বিতরণ করবেন জেলা পরিষদ এর চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।
বিজয় কমিউনিটি পুলিশিং এর সভাপতি এ বি এম মহি উদ্দিন চৌধুরী (বাহার) জানান, দীর্ঘদিন থেকে পুলিশ এর পাশাপাশি বিজয় কমিউনিটি পুলিশিং নামক সামাজিক সংগঠনটির সদস্যরা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এ সংগঠণের পক্ষ থেকে রাতে বিভিন্ন পয়েন্টে চুরি ডাকাতি, মাদক সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করে আসছে।
Leave a Reply