মোঃ নুর হোসাইন-
অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে সারাদেশে “খ” গ্রুপে নোয়াখালী জেলা পুলিশ ১ম স্থান অর্জন করায় পুলিশ সুপার নোয়াখালী মহোদয়’কে নোয়াখালী জেলা পুলিশের সদস্যরা অভিনন্দন ও শুভেচ্ছা জানায়।
‘স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৪। ২০২৩ সালের অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়ণের ভিত্তিতে সারাদেশে মোট পাঁচটি গ্রুপে পুরস্কার দেয়া হয়।
পুলিশ সপ্তাহে উক্ত বিভাগে “খ” গ্রুপে নোয়াখালী জেলা পুলিশ ১ম স্থান অর্জন করেন।
এই উপলক্ষ্যে নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, বিপিএম,পিপিএম, মহোদয়কে ফুলেল শুভেচছা জানান এবং কেক কেটে উদযাপন করেন জেলা পুলিশ নোয়াখালীর সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আনিসুজ্জামান, কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালী, জনাব মোঃ মিজানুর রহমান মুন্সি, পুলিশ সুপার, পিবিআই, নোয়াখালী, ও জেলা পুলিশ ও বিভিন্ন ইউনিটের অফিসার এবং ফোর্সগণ ।
উল্লেখ্য যে, এর আগে ২৮ ফেব্রুয়ারি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর নিকট হতে পুরস্কার গ্রহণ করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান।
Leave a Reply