মোঃ নুর হোসাইন:
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু শিক্ষাথীদের নিয়মিত খেলাধুলা করার আহ্বান জানিয়ে বলেছেন, খেলাধুলা করলে দেহ-মন উভয়ই ভালো থাকে।
খেলাধুলা শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দুরে রাখতে সহায়তা করে। এতে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠবে। পড়ালেখা ও খেলাধুলা স্মার্ট বাংলাদেশ গড়ার বড় হাতিয়ার হিসেবে কাজ করবে।
বৃহস্পতিবার সকালে জেলা শহর মাইজদীর হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও হরিনারায়ণপুর ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আবদুল আলীম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আখিনুর জাহান নীলা।
এসময় হরিনারায়ণপুর ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবরিনা মেহেজাবিন জয়ন্তীসহ জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতায় দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের খেলায় অংশ নেয় শিক্ষার্থীরা। পরে বিকালে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply