আজিজ আহাম্মেদ-
নোয়াখালীর বেগমগঞ্জে গনিপুর পাইল্ট উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বানিজ্যিক শহর চৌমুহনীতে অবস্থিত গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ গোলাম ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে দুই পর্বের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা মহিলা সভানেত্রী ও কে.বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি জেসমিন আক্তার, বিশেষ অতিথি ছিলেন, বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, চৌমুহনী পৌরসভার প্যানেল মেয়র মোঃ সাহাব উদ্দিন কাজল, চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম স্বপন।
চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহর উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাফর উল্যার মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা আরম্ভ হয়। এরপর অতিথিদের ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরন করা হয়।
প্রথম পর্বে বিভিন্ন শ্রেণী বিত্তিক প্রশ্নত্তোর পর্ব ও নানা খেলাধুলার প্রতিযোগিতার মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্ধারন করা হয়। দ্বিতীয় পর্বে অবিভাবকদের মধ্যে বালিশ খেলা, নাচ-গান সহ ছাত্রীদের মধ্যে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সব শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক নুর নবী টিপু, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য আবু তাহের, ছালেহ আহমেদ, জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, সামছুন নাহার শিউলি, শিক্ষক প্রতিনিধি অনুপ কুমার সাহা, কাজী মোঃ রশীদুল হাছান, মহিলা প্রতিনিধি মিসেস রতœা রানী কুরী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, অভিবাবক, বিদ্যালয়ের শিক্ষক সহ আরো অনেকে।
Leave a Reply