স্টাফ রির্পোটার-
বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে গৃহায়ন তহবিল ফান্ডের উদ্যোগে ভূমিহীনদের পুর্নবাসনের লক্ষ্যে নোয়াখালী অঞ্চলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার দিনব্যাপি নোয়াখালীর উপকূলীয় সুবর্ণচরের চরবাটা খাসেরহাট সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থায় নোয়াখালী, ফেনী, লক্ষীপুর ও চাঁদপুর জেলার গৃহায়ন তহবিলের তালিকাভুক্ত এনজিও প্রতিনিধি ও উপকারভোগীগণের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গৃহায়ন তহবিলের আয়োজনে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও গৃহায়ন তহবিল স্টিয়ারিং কমিটির সদস্য সচিব মো. জাকের হোসেন। সভায় বক্তাগণ সঠিক যাচাই বাচাই করে সমাজের হতদরিদ্রদের মাঝে গৃহহীনদের মাঝে ঘর বিতরণ করার জন্য আহবান জানান। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করছে বাংলাদেশ ব্যাংক ।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও গৃহায়ন তহবিলের ফান্ড ম্যানেজার এ কে এম গোলাম মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথিরিটির নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াকুব হোসেন ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ও নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ সহ প্রমুখ। সভায় গৃহায়ন তহবিলের ঋণ কার্যক্রমে গতিশীল, সম্প্রসারণ, ঋণ ছাড়করণ, ছাড়কৃত ঋণ আদায়সহ ঋণ কার্যক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ে বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও তা সমাধাণ বিষয়ে আলোচনা হয়।সভায় নোয়াখালী, ফেনী, লক্ষীপুর ও চাঁদপুর জেলার গৃহায়ন তহবিলের তালিকাভুক্ত এনজিও প্রতিনিধি ও উপকারভোগীগণ অংশগ্রহণ করেন।
Leave a Reply