মোঃনুর হোসাইন-
উন্নয়নে বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ” শিরোনামে জাতীয় আলোকচিত্র প্রদর্শনীতে নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের একটি ছবি প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।
গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক জাতীয় চিত্রশালায় ❝চিত্রকর্ম প্রদর্শনী -২৩❞ এর আয়োজন করে। উক্ত প্রদর্শনীতে নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী আবুল হাসনাত রিজভীর মোবাইল ফোনে তোলা কলেজ ক্যাম্পাসের একটি ছবি স্থান পেয়েছে।
জাতীয় চিত্রশালার ২,৩ ও ৪ নং গ্যালারিতে প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত প্রদর্শিত হচ্ছে ছবিগুলো। এক্সিবিশন চলবে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।
এ বিষয়ে ফটোগ্রাফার শিক্ষার্থী রিজভীর অনুভূতি জানতে চাওয়া হলে তিনি বলেন, শখের বসে ফটোগ্রাফি করি। নিজ জেলায় ঘুরেঘুরে ছবি তুলি। ফটোগ্রাফির মাধ্যমে নিজ ক্যাম্পাসের সৌন্দর্য ও তুলে ধরতে ভালো লাগে। আর নিজ ক্যাম্পাসকে জাতীয় আলোকচিত্রী প্রতিযোগিতা পর্যন্ত নিয়ে যাওয়া তো আমার ফটোগ্রাফির প্রতি আরো উৎসাহিত হওয়া। নিজ ক্যাম্পাসকে জাতীয় পর্যায়ে রিপ্রেজেন্ট করতে পেরে আমি অনেক আনন্দিত।
এদিকে জাতীয় আলোকচিত্রী প্রতিযোগিতা ❝চিত্রকর্ম প্রদর্শনী -২৩❞ এ নোসক ক্যাম্পাসের ছবি স্থান পাওয়ায় নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ সবাই আনন্দিত ।
Leave a Reply