মোঃ নুর হোসাইন-
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসি’র একটি বাস সোনাপুর-ক্যাম্পাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। রোববার (২৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাইজদী থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে দুর্ঘটনার শিকার বিআরটিসির ‘নয়নতারা’ বাসটি সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসে। সোনাপুরের পাশ্ববর্তী এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খালের পাশে বাসটি কাত হয়ে যায়। এ সময় বাসটিতে থাকা পাঁচ-ছয়জন শিক্ষার্থী আহত হন। এ ছাড়া ভয়ে জ্ঞান হারান কয়েকজন শিক্ষার্থী।
গাড়িতে থাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আমাদের নিয়ে গাড়িটি মুহূর্তে রাস্তার বাইরের দিকে কাত হয়ে যায়। তবে অল্পের জন্য আমরা সবাই প্রাণে বেঁচে গেছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ‘বিষয়টি দুঃখজনক। আমাদের শিক্ষার্থীরা বেঁচে ফিরেছে। আমরা সেখানে লোক পাঠিয়েছি।’ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, এখানে ড্রাইভারের ভুল ছিল। সে অন্য গাড়ীকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার বাইরে নামিয়ে দিয়েছে। ড্রাইভারকে শোকজ করা হবে এবং পরবর্তীতে অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ঘটনা পর্যালোচনা করে বিআরটিসি বাসের বিষয়ে আমরা অতিদ্রুত একটি সিদ্ধান্ত নিব এবং রাস্তাটি সংস্কার করতে আমরা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করব।
প্রসঙ্গত, সোনাপুর-বিশ্ববিদ্যালয় সড়কটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে বিআরটিসির ডাবল ডেকার বাস। অভিযোগ আছে, জোড়াতালির সংস্কার দিয়েই চলছে সড়কটি। এখন পর্যন্ত তা সংস্কারে স্থায়ীভাবে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
Leave a Reply