মোঃ নুর হোসাইন-
নোয়াখালী জেলা আইনজীবি সমিতি নির্বাচনে একেএম সিরাজুল ইসলাম সভাপতি ও নুরুল আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনের পর বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনার বিজয়ীদের ফলাফল ঘোষনা করেছে। এর আগে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে এ নির্বাচন ।
নির্বাচনে অন্যান্য বিজয়ী প্রার্থীরা হলেন সামছুদ্দিন আহমেদ (সিনিয়র সহ সভাপতি), এনামুল হক খোকন হাজারী (সহ সভাপতি), ইবনে ওয়ালিদ সুমন (যুগ্ম সম্পাদক), আবু রুশোড় সায়েদুর রহমান রঞ্জু (সহ যুগ্ম সম্পাদক), মোহাম্মদ হানিফ লিটন(কোষাধক্ষ), মওদুদ আহম্মদ চৌধুরী (লাইব্রেরী ও প্রকাশনা সম্পাদক), মোঃ আবদুল্ল্যাহ আল মামুন (আপ্যায়ন ও সমাজ কল্যান সম্পাদক), মোহাম্মদ আলা উদ্দিন সুজন (ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক), আলা উদ্দিন বকশি (সদস্য), আলী আহমেদ রোমান (সদস্য), মোঃ মাইন উদ্দিন মানু (সদস্য) মোরশেদ আলম (সদস্য) ও শ্রী অনুপম কুমার দেবনাথ (সদস্য)। নির্বাচনে সাদা ও নীল ২টি প্যানেল অংশগ্রহন করেন।
নির্বাচনে ১৫ টি পদের মধ্যে সভাপতি সহ ৩ টি পদে জয়লাভ করেছেন আওয়ামীলীগ সমর্থীত (সাদা প্যানেল) ও সাধারণ সম্পাদক সহ ১২ টি পদে জয় লাভ করেছেন বিএনপি জামায়াত সমর্থীত (নীল প্যানেল)। বিএনপি সমর্থীত প্রার্থীরাই অধিকাংশ পদ পেয়েছেন।
Leave a Reply