মোঃ নুর হোসাইন-
মাদক মামলায় গ্রেপ্তার হয়ে নোয়াখালী জেলা কারাগারে থাকা বন্দিরা মাদকে না জড়ানোর শপথ নিয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে কারাগারের ভেতরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকবিরোধী সভায় প্রায় ৫০০ কারাবন্দি এ শপথ করেন।
নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অজিত দেব মাদক মামলায় কারাবন্দিদের এই শপথ বাক্য পাঠ করান এবং মাদকের কুফল সম্পর্কে অবহিত করেন। সেই সঙ্গে সমাজ থেকে মাদক দূর করতে কারাবন্দিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কারাবন্দিদের উদ্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অজিত দেব বলেন, আপনারা চিরকাল কারাগারে আটক থাকবেন না। জেলখানায় যেমন মাদক ছাড়া থাকতে পারছেন, তেমনি বাইরে বের হলেও মাদক ছাড়া আপনারা থাকতে পারবেন এই বিশ্বাস মনে তৈরি করেন। এজন্য দরকার সুন্দর মানসিকতা। মাদক সামাজিক ব্যধি। মাদকের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে। এই ধ্বংসের পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। আমরা মাদকমুক্ত সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ে তুলব।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বলেন, জেলা কারাগারে বন্দিদের সংশোধনার্থে মাদকের কুফল ও সচেতনতা বিষয়ক এ সভার আয়োজন করা হয়। এতে কারাগারে থাকা প্রায় ৫০০ বন্দি মাদক পরিহারের শপথ করেন। জেলায় মাদকদ্রব্য উদ্ধারে অভিযান, মাদকের বিস্তাররোধে বিভিন্ন কার্যক্রম ও সভা-সমাবেশ করে আসছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নোয়াখালীর (জেল) পুলিশ সুপার গোলাম দস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ, জেলার মনির হোসেন প্রমুখসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও জেলা কারাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply