মোঃ নুর হোসাইন-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সময় যতোই গনিয়ে আসছে ততোই নোয়াখালীর বেশিরভাগ আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বেড়ে যাচ্ছে।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনটিতেও বাড়ছে ভোটের উত্তাপ। এই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিনের।
তবে নির্বাচনের আগেই এই আসনে নির্বাচনীয় প্রচার-প্রচারণায় বাধা, কর্মী-সমর্থকদের ওপর হামলা, বাড়ি ঘরে হামলা, গণমাধ্যমকর্মীদের পিটিয়ে রক্তাক্ত করা’সহ বিভিন্ন অভিযোগ তুলেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শিহাব উদ্দিন শাহিন।
বৃহস্পতিবার সকালে জেলা শহর মাইজদীর রশিদ কলোনী এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, নৌকার প্রার্থী সদর-সুবর্ণচরের নাগরিক নয়। তিনি কবিরহাটের বাসিন্দা। জাতীয় সংসদ নির্বাচনে কবিরহাটে নির্বাচনী উত্তাপ না থাকায় সেখান থেকে অস্ত্রধারী সন্ত্রাসী ভাড়া করে একরামুল করিম চৌধুরী নির্বাচনী প্রচারণান শুরু থেকে আমার নেতাকর্মীদের হুমকি ধমকি দিয়ে আসছে। বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মারধর, অপরহরণ ও নির্বাচনের সম্মন্বয়ক’সহ বেশ কয়েকজনের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগ করছে। এসব ঘটনায় আমি জেলা রিটার্নিং কর্মকর্তা’সহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েছি।
শাহিন আরও অভিযোগ করে বলেন, বিভিন্ন স্থানে পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকে আওয়ামী লীগ প্রার্থী নিজে ও তার ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে আমার লোকজনকে হুমকি দিচ্ছেন, ভোটারদের ভোট কেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছেন। বহিরাগত লোকজন এনে তাদের দিয়েও নেতাকর্মীদের চাপ প্রয়োগ করছেন। এসব ঘটনার কারণে আগামি ৭ জানুয়ারি সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শংকা প্রকাশ করেন তিনি।
ভোটের সুষ্ঠু পরিবেশের জন্য তিনি নির্বাচন কমিশন এবং ভোট গ্রহণের সঙ্গে জড়িত সকল দপ্তরের কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে চরজব্বার থানার ওসি’কে প্রত্যাহারে কমিশনে অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।
Leave a Reply