শিরোনাম
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিত চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ- চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠন আদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ    ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ আওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা   ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

চাটখিলে এলডিপি নেতার বাড়িতে আওয়ামীলীগের হামলা-অগ্নিসংযোগ, বাবাকে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুলাই, ২০২৪
  • ৫৭ Time View

চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের এলডিপি নেতা সাইফুল ইসলামের বাড়িতে আওয়ামীলীগের হামলা অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে এই সময় আওয়ামীলীগ সন্ত্রাসীরা সাইফুল ইসলামের বাবাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।
গতকাল (২০ জুলাই শনিবার) এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে জানা যায় এক হৃদয় বিদারক করুন কাহিনির।
স্থানীয়রা জানান, চলমান জুলাই আন্দোলনে সাইফুল ইসলামের সম্পৃক্ততার অজুহাত তুলে আওয়ামীলীগের সদস্যরা দলবদ্ধ ভাবে বাড়িতে এসে কথা কাটা -কাটির একপর্যায়ে তার বাবা মহিন উদ্দিনকে গণপিটুনি দেয় এবং তার বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। মহিন উদ্দিনের স্বজনরা তাকে স্থানীয় বেসরকারী হাসপাতাল আল খিদমাহ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় একাধিক সুত্রে জানা যায়, নিহত মহিন উদ্দিনের ছেলে সাইফুল ইসলামকে রাজনৈতিক প্রতিহিংসার কারনে আওয়ামীলীগের সদস্যরা একাধিক বার হামলা করে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু সে প্রানে বেঁচে যায় এবং নিজের জীবন রক্ষার জন্য সে প্রথমে গ্রাম এবং পরে দেশ ছেড়ে পালিয়ে যায়। দীর্ঘ সময় ধরে সে দেশের বাহিরে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আওয়ামীলীগের সদস্যরা প্রায়ই বাড়িতে এসে এই পরিবারটির উপর বিভিন্ন ভাবে নির্যাতন করতো। তারা কখনো আইন -শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পায়নি।
নিহত মহিন উদ্দিনের শোকাহত স্ত্রী শিল্পি আক্তার স্বামীর শোকে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেন।তাই সাংবাদিকরা তার সাথে কথা বলতে পারেননি।
তার স্বজনরা জানান, শিল্পি আক্তার স্বামী হারিয়েছেন,ঘর হারিয়েছেন,তার ছেলে সাইফুল ইসলামের জীবনও অনিরাপদ। সবকিছু হারিয়ে তিনি ছেলের ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন।
এ ব্যাপারে জানতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরীকে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *