সোনাইমুড়ী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির স্থানীয় কর্মী মাহমুদুল হাসান নিজ দলীয় কাজ শেষ করে বাড়ি ফেরার পথে একদল আওয়ামীলীগ ক্যাডারের অতর্কিত ভাবে তার উপর হামলা করে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ বিকেলে স্থানীয় পিতাম্বরপুর উচ্চ বিদ্যালয়ের পাশে । আহত মাহমুদুল হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক বলেন,
মাহমুদুল হাসান মারাত্মক ভাবে জখম হয়েছেন ।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ এলডিপির কর্মী মাহমুদুল হাসানকে আওয়ামীলীগে যোগ দেওয়ার প্রস্তাব দিয়ে আসছিল, এতে সে রাজি না হওয়ায় আওয়ামীলীগ কর্মীরা তাকে নানা ভাবে হুমকি-ধমকি প্রদান সহ ইতিপূর্বে ০২সেপ্টেম্বর ২০২০ তারিখে একবার তার উপর হামলাও চালায় । তারপর ও মাহমুদুল হাসান আওয়ামীলীগে যোগ না দিয়ে এলডিপির রাজনিতীতে নিজেকে সক্রিয় রাখার কারনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় মোঃ শাহজাহান নামে এক ব্যাক্তি মাহমুদুল হাসানকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দেওটি ইউনিয়ন এলডিপির সভাপতি মোরশেদ আলম এই ঘটনার নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছেন।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাঈল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়ে কোন অভিযোগ এখনো পাওয়া যায় নি,তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply