স্টাফ রিপোর্টার:
নোয়াখালী মাইজদী বাজারে অবস্থিত মূলধারা এন্টারপ্রাইজ (সংবাদপত্রের এজেন্ট) নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহন , লাল সবুজ ও হিমাচল পরিবহনের টিকিট কাউন্টারে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
ভুক্তভোগীরা ও স্থানীয়রা জানায়, আজ রাত সাড়ে ৮টায় জনৈক বিএনপি কিশোর গ্যাং নেতা হান্নানের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র সস্ত্র সহ বাস কাউন্টার দখলের উদ্দেশ্যে সিনেমাটিক স্টাইলে অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসী হান্নানের হাতে পিস্তল দেখায় যায় বলে জানান কয়েকজন এলাকাবাসী। সন্ত্রাসীরা কাউন্টার গুলোর কর্মচারীদের মারধর করে এবং টিকিট বিক্রির ডিভাইস সহ আসবাবপত্র ভাংচুর করে, ক্যাশের টাকাপয়সা লুট করে এবং যাওয়ার সময় পত্রিকা এজেন্ট সহ সব গুলো বাস কাউন্টারে তালা লাগিয়ে দিয়ে যায়। এতে করে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে।
মূলধারারা এন্টারপ্রাইজের মালিক সুলতানুর রহমান বলেন, হঠাৎ করে কিছু সন্ত্রাসীরা এসে আমাদের স্টাপদেরকে মারধর শুরু করলে তারা দৌড়ে বের হয়ে যায় পরে তারা ভাঙচুর চালায় এবং লুটপাট করে, যাওয়ার সময় তালা লাগিয়ে দিয়ে চলে যায়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, এবিষয়ে সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি অভিযোগ দায়ের করেছি।
Leave a Reply