মোঃ নুর হোসাইন :
চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবানে সরকার পদত্যাগের এক দফা দাবিতে কারফিউ উপেক্ষা করে সকাল থেকেই নোয়াখালীর রাজপথ ছাত্র-জনতার দখলে ছিলো। সরকারের পদত্যাগের দাবিতে শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে ছাত-জনতা। এতে যোগদেন বিভিন্ন শ্রেনী পেশা ও বিভিন্ন বয়সের মানুষ। দু একটি গলি দিয়ে ছাত্রলীগ, আওয়ামীলীগ হামলা করার চেষ্টা করলে জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যায়।
দুপুরের পর ছাত্র-জনতার মঞ্চ থেকে উপস্থিত সবাইকে শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়েছেন ঘোষণা করা হয়। এর পরেই শুরু হয় জনতার বাঁধভাঙা উল্লাস। আশেপাশের বাসা বাড়ি থেকে উৎসবমুখর জনতার ঢল নামে রাজপথে। এ আনন্দ যেন হার মানায় ঈদের আনন্দকেও। শুরু হয় মিষ্টি ও শরবত বিতরণ। জেলা শহরের চৌরাস্তা থেকে সোনাপুর পর্যন্ত প্রায় ১২/১৪ কিলোমিটার সড়কজুড়ে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। সবাই বিজয় উল্লাস করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নোয়াখালী জেলা আওয়ামিলীগের সিনিয়র সহ সভাপতি শিহাব উদ্দিনের বাসভবন, নোয়াখালী পৌরসভার ৮ নং ওয়ার্ড কমিশনার সুনামের বাসভবন, পৌর আ:লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুর মালিকানাধীন মার্কেটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
Leave a Reply