শিরোনাম
চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠন আদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ    ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ আওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা   ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান হাতিয়ায় সোনাদিয়া চৌরাস্তা বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন ৭২-৭৫ সালের শাসনামলে মুজিববাদ ও রক্ষীবাহিনী মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়:সমন্বয়ক হান্নান মাসউদ  লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আরিফ গ্রেপ্তার

নোয়াখালীতে জামায়াতে ইসলামীর পথসভা রূপ নেয় জনসভায়

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View

মোঃ নুর হোসাইন:
বন্যা কবলিত নোয়াখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন উপকরণ বিতরণে জেলা শহরে অনুষ্ঠিত পথসভা রূপ নেয় বিশাল জনসভায়।

আজ সোমবার (০৯ সেপ্টেম্বর) ভোর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও জনসাধারণের ঢল নামে মাইজদী পৌর বাজার সংলগ্ন সড়কে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায়-কানায় ভরে যায় সড়কের আশপাশের খালি স্থান। হাজার-হাজার জনগণ সড়কেই বসে পড়ে নেতৃবৃন্দের বক্তব্য ও নিদের্শনা শুনতে।

পরে সকালে মাইজদী পৌর বাজার সংলগ্ন সড়কে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মাসুদ বলেন, আপনারা আমাদের দল জামায়াতে ইসলামী এবং ইসলামি ছাত্র শিবিরের উপর অসংখ্য নেতাকর্মীকে আপনারা (আ.লীগ) হত্যা করেছেন। তার দ্বায়ে দেশে প্রচলিত আইন এবং জনগণের আদালতের রায়ে বিচারের মুখোমুখি হয়ে শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত কোন ক্ষেত্রে বাংলাদেশের মাটিতে তাদের গণহত্যার রাজনীতি ,সন্ত্রাসের রাজনীতি , গুলি করার রাজনীতি , গুম খুনের রাজনীতি , আয়নাঘরের রাজনীতি বাংলাদেশের জনগণ আপনাদের আর করতে দিবেনা।

নোয়াখালী শহর আমির মাওলানা মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ মায়াজের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার, জেলা সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদের সদস্য ড. মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারী কামাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারী মু. দেলোয়ার হোসাইন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সায়েদ মোহাম্মদ সুমন , জেলা সেক্রেটারি হাবিবুর রহমান আরমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *