মোঃ নুর হোসাইন :
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছাতে প্রশাসনের সাথে সমন্বয় করে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় এবার গণ ত্রাণ সংগ্রহ কর্মসূচী চালিয়ে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী। গত দু তিন থেকে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে অবস্থিত জেলা স্কুলের সামনে বুথ খুলে ত্রাণ সামগ্রী ও ত্রাণের জন্য নগদ অর্থ সংগ্রহ করে দেখা যায়৷ আজ জুম্মাবার কয়েকটা মসজিদের মুসল্লিদের থেকেও কালেকশন করা হয় বন্যার্তদের জন্য অর্থ সহায়তা।
নোয়াখালী জেলা সমন্বয়ক আরিফুল ইসলামের নেতৃত্বে শহিদুল ইসলাম, আবু সুফিয়ান, আফসার হোসেন, মেহেদি হাসান শীমান্ত সহ অন্যান্য শিক্ষার্থীরা বুথ পরিচালনা করছে। মানুষকে সহায়তা করতে এমন পরিশ্রম করে যাচ্ছে শিক্ষার্থীরা। গত দুদিনে তাদের নগদ কালেকশন হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা। এবং সাথে বেশকিছু ত্রাণ সামগ্রী। জানা যায়, নোয়াখালীতে প্রায় ২০ লাখের উপরে মানুষ পানিবন্ধি এবং আড়াই লাখের মতো মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে। মুলত এসব পানিবন্ধি ও আশ্রয়কেন্দ্রে আশ্রিত মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে প্রশাসনেরর সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছেন তারা।
Leave a Reply