মোঃ নুর হোসাইন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নোয়াখালীর শহীদ মাহমুদুল হাসান রিজভীর কবর জিয়ারত এবং স্বজনদের সাথে দেখা করতে এসেছেন কেন্দ্রীয় সমন্বয়ক নোয়াখালীর কৃতি সন্তান আব্দুল হান্নান সরকার।
আজ মঙ্গলবার (২০ আগষ্ট) বেলা ১১ টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার আলী বাজারে শহীদ রিজভীর কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন। পরে সেখান থেকে বিদায় নিয়ে বেলা ৩ টার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসে সেখানকার সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সমন্বয়ক হান্নানের নোয়াখালী আগমনের কথা শুনে মাইজদী বাজার বিবি কনভেনশন হলের সামনে নোয়াখালী সরকারি কলেজ সহ আশেপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাৎক্ষনিক ফুল দিয়ে বরণ করতে জড়ো হয়ে যায়। পরে হান্নান সরকার বিবি কনভেনশন হলের সামনে উপস্থিত সমন্নয়ক ও ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে হান্নান সরকার বলেন, আমাদের শহীদদের মা বাবারা এখনো কান্না করতেছে, আমাদের আহতরা হসপিটালের বেডে কাতরাচ্ছে। আমরা ফ্যাসিস্ট হাসিনার পতন করেছি কিন্তু এখনো রাষ্ট্র সংস্কার করা বাকী তাই এ অবস্থায় আমরা আনন্দ উদযাপন করতে পারিনা।
তিনি আরো বলেন, আমি এমন কোন ব্যক্তি না যে আমার নামে শ্লোগান দিতে হবে বা আমাকে ফুল দিয়ে বরণ করতে হবে, আমি আপনাদের মতোই সাধারণ শিক্ষার্থী। সুযোগ এসেছে চেষ্টা করেছি দেশের জন্য কিছু করতে। এসময় হান্নান সরকার আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। এবং শিক্ষার্থীদের আহতদের পাশে থাকতে, নোয়াখালী জলাবদ্ধতা নিরসন সহ রাষ্ট্র সংস্কারে এগিয়ে আসার আহ্বান জানান।
Leave a Reply