মোঃ নূর হোসাইন :
দুষ্কৃতিকারীদের হাত থেকে ধর্মীয় উপাসনালয় হেফাজত এবং রাষ্ট্রীয় সম্পদ ও অবকাঠামো রক্ষায় ছাত্র সমাজকে দায়িত্ব নিতে আহ্বান বলেন নোয়াখালী জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুবুর রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদেরকে বলেন যাতে তারা বিক্ষুব্ধ জনসাধারণকে বোঝান এবং গুজব প্রতিরোধে সচেতনতা তৈরির আহ্বান জানান।
আজ সোমবার (০৬ আগষ্ট) ১২:০০ ঘটিকার দিকে নোয়াখালী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন মতামত শুনেন এবং সমস্যা সমাধানে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। শিক্ষার্থীরা জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করেন এবং প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন। উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদেী মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায় সহ অন্যান্য আরো প্রশাসনিক কর্মকর্তাগণ।
Leave a Reply