মোঃ নূর হোসাইন-
প্রশাসনের কর্মকর্তাদের কার্যক্রমের গতিশীলতা ও স্বচ্ছতা নিয়ে অনুষ্ঠিত ❝জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২৪ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার পেয়ছেন নোয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখিনূর জাহান নীলা।
রোববার (২৬ মে) নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২৪ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার জনাব তোফায়েল আহমেদ।
পুরস্কার হাতে পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইউএনও আখিনূর জাহান নীলা বলেন, কর্ম জীবনে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি কর্মস্পৃহার সাথে দায়িত্ব বাড়িয়ে দেয় বহুগুণে।
মান্যবর বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জনাব মো: তোফায়েল ইসলাম স্যারের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করতে পেরে অত্যন্ত গর্বিত ও আনন্দিত। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি মান্যবর বিভাগীয় কমিশনার স্যারের প্রতি।
অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বটবৃক্ষসম অভিভাবক নোয়াখালী জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুবুর রহমান স্যারের প্রতি। আরও কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধেয় ডিডিএলজি স্যার, সকল এডিসি স্যার এবং প্রিয় সহকর্মীদের প্রতি।
Leave a Reply