আবুল বাসার ( সুর্বণচর প্রতিনিধি)-
নোয়াখালীর সুবর্ণচরে পুলিশের অভিযানে চুরি হওয়া সাতটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মার্চ) রাতে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামে ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মকবুল চৌধুরীহাট এলাকায় এ অভিযান চালিয়ে মোটরসাইকেল উদ্ধার ও দুই জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চরজব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামের মহিন উদ্দিন (৩০) ও ধানসিঁড়ি ইউনিয়নের লোকমান (৫১)।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, শুক্রবার রাতে চরজব্বর থানা পুলিশ চরজব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামের চেউয়াখালী বাজারের পাশে সেলিমের দোকানঘর থেকে মহিন উদ্দিনকে চোরাই সাতটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যে পুলিশ কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মকবুল চৌধুরী হাট এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের অন্যতম সদস্য লোকমানকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেল কিনে নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বিক্রির কথা জানিয়েছেন। এ বিষয়ে চরজব্বর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
Leave a Reply