মোঃ নুর হোসাইন
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও মুফাসসিরে কোরআন আল্লামা লুৎফর রহমানের স্ট্রোক-পরবর্তী অপারেশনের পর লাইফ সাপোর্টে রয়েছেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিষয়টি সত্য নয় বলে নিশ্চিত করেছেন তার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার।
তিনি বলেন, মাওলানা লুৎফুর রহমান স্ট্রোক করার পর একাধিকবার তার মৃত্যুর মিথ্যা সংবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়ানো হয়। আজও একইভাবে এই মিথ্যা সংবাদ প্রচার করা করা হয়েছে।
তিনি বলেন, আমার বাবার মিথ্যা মৃত্যুর সংবাদ শুনে অনেকেই কল দিচ্ছেন, বিষয়টি আসলে খুব কষ্টের, ‘আলহামদুলিল্লাহ’ আমার বাবা গতকালের চেয়ে একটু ভালো আছেন। তবে এখনো ঝুঁকিমুক্ত নন ! আল্লাহর দয়ায় জ্ঞান ফিরে এলে সবাইকে জানানো হবে।
এর আগে গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তার ব্রেনের অপারেশন করা হয়। মাওলানা লুৎফুর রহমান বর্তমানে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে অধ্যাপক ডা. আব্দুল হাইয়ের তত্ত্বাবধানে আছেন।
১৪ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে তিনি ব্রেনস্ট্রোক করেন মাওলানা লুৎফুর রহমান। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।
প্রখ্যাত এ আলেমে আল্লামা লুৎফর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা। একজন স্বনামধন্য বক্তা হিসেবে দেশে-বিদেশে তার অনেক পরিচিতি রয়েছে।
ব্যক্তিজীবনে মাওলানা লুৎফর রহমান ৫ কন্যা ও ২ ছেলের জনক। পরিবারের পক্ষ থেকে আল্লামা লুৎফর রহমানের জন্য দোয়া চেয়েছেন।
আল্লামা লুৎফর রহমান কর্মজীবনে রাজখালি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পাশাপাশি সামাজিক উন্নয়ন অগ্রগতিতে সর্বদা নিজেকে উৎসর্গ করেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।
Leave a Reply