মোঃ নূর হোসাইন –
ঐতিহ্যবাহী বৃহত্তর নোয়াখালীর সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত অন্তঃবর্ষ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারী) সকালে কলেজ ক্যাম্পাসের কড়ই তোলা সংলগ্ন মাঠে বর্নাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব আজিজুল মাওলার সভাপতিত্বে ও প্রভাষক জনাব আবদুল হাই সুজনের সঞ্চালনায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান সুচিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর সালমা আক্তার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড.লোকমান ভূঁইয়া। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব ড. আলাউদ্দিন আজাদ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর সালমা আক্তার বলেন, সুস্থ দেহ এবং সুন্দর মনের জন্য খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলা অবশ্যই প্রয়োজন, তবে আগে পড়াশোনা পরে খেলাধুলা। এছাড়াও টুর্নামেন্ট সুন্দর ভাবে সফল করতে তিনি সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং খেলোয়াড়দের জন্য শুভকামনা জানান।
পরে অতিথিরা সম্মিলিত ভাবে আকাশে বর্ণিল বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন।
Leave a Reply